শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:

দীর্ঘ ১৩ বছর পর কক্সবাজারের কুতুবদিয়ায় পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলায় সরকারি ও বেসরকারি ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ছিলেন ৫৯৯ জন যার মধ্যে অনুপস্থিত ছিলেন ২২ জন । অংশগ্রহণ করেছে ৫৭৭ জন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসময়,উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা ও কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন সার্বক্ষনিক উপস্থিত থেকে পরীক্ষার কেন্দ্রের হল সমূহ ঘুরে দেখেন।

উল্লেখ, প্রাথমিকে পঞ্চম শ্রেণিতে সবশেষ বৃত্তি পরীক্ষা হয়েছিল ২০০৮ সালে। ২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) শুরু হলে বন্ধ হয়ে যায় বৃত্তি পরীক্ষা। পিএসসির ফলাফলের ওপর ভিত্তি করে তখন শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হতো।