আ ফ গা নি স্তা নে নারীদের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ নিষিদ্ধ করেছে তা লে বা ন প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার মন্ত্রণালয় এ সংক্রান্ত চিঠি জারি করেছে।

চিঠিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আ ফ গা নি স্তা নে র  সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অবিলম্বে নারী শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নতুন এ ঘোষণার নিন্দা জানিয়েছে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত রবার্ট উড বলেছেন, তা লে বা ন রা সব আফগানদের অধিকার, বিশেষ করে মানবাধিকার এবং নারী ও মেয়েদের মৌলিক স্বাধীনতাকে সম্মান না করা পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃতি পেতে পারে না।

জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বলেছেন, এ নিষেধাজ্ঞার মাধ্যমে দেশটিতে নারীদের অধিকার আরও কমিয়ে দেওয়া হলো এবং প্রতিটি নারী শিক্ষার্থীর জন্য এটা গভীর হতাশার বিষয়।

এ প্রসঙ্গে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, মঙ্গলবারের এ ঘোষণা স্পষ্টতই তা লে বা ন দে র আরেকটি প্রতিশ্রুতি ভঙ্গ।