মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

প্রতি ওয়াক্ত মসজিদে এসে নামাজ আদায় করার জন্য মুসল্লীদের আহবান করা মৌলভী শাহাবুদ্দীন প্রকাশ শাহাবুদ্দীন ফকির আর নেই। শনিবার ১৩ নভেম্বর রাত পৌনে ৯ টার দিকে ঈদগাহ উপজেলার ঈদগাহ ইউনিয়নের ভাদিতলা নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

মরহুম মৌলভী শাহাবুদ্দীন বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত ছিলেন। মরহুম মৌলভী শাহাবুদ্দীন পোকখালীর সিকদার পাড়ার মৃত মোহাম্মদ ইদ্রিসের পুত্র। মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র ও ৪ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুম মৌলভী শাহাবুদ্দীন স্থানীয়ভাবে শাহাবুদ্দীন ফকির নামে পরিচিত ছিলেন। তিনি জীবদ্দশায় আজানের সময় হলে কখনো হেঁটে হেঁটে, কখনো রিকসায় করে উচ্চস্বরে মানুষকে নামাজের দাওয়াত দিতেন। শাহাবুদ্দীন ফকির অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার মৃত্যুর খবরে বৃহত্তর ঈদগাহ এাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার ১৪ নভেম্বর সকাল ১০ টায় ঈদগাহ আলী ইবনে আবি তালিব মাদ্রাসা মাঠে শাহবুদ্দীন ফকিরের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।