জুবাইর উদ্দিন, চবিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কর্মচারীদের দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি আজ সোমবার সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন -এর নবনির্বাচিত কার্যকরী সংসদের অভিষেক, বার্ষিক সাধারণ সভা ও ২০১৮ সালে অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ এবং প্রকৌশলী জনাব মো. আবু সাঈদ হোসেন।
কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল হাই সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সম্পাদক মো: আব্দুস সালাম।
উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী আরও দায়িত্বশীলতার সাথে শৃঙ্খলা বজায় রেখে কর্তব্য সম্পাদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্ষ্ঠুুভাবে পরিচালনায় সহযোগিতা করতে কর্মচারীদের প্রতি আহ্বান জানান। তিনি কর্মচারীদেরকে তাদের মেধা, প্রজ্ঞা ও মননশীলতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সততার সাথে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনে ব্রতী হতে হবে বলে উল্লেখ করেন।
উপাচার্য বিদায়ী কর্মচারীদেরকে তাদের শ্রম, মেধা, আন্তরিকতা ও সততার মাধ্যমে কাজ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রগতিতে অবদান রেখে সফলতার সাথে কর্মসম্পাদনের জন্য ধন্যবাদ জানান এবং তাদের সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করেন।পরে বিদায়ী কর্মচারীদের হাতে ক্রেস্ট তুলে দেন চবি উপাচার্য।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি আলী হোসাইন, সাধারন সম্পাদক নুর মোহাম্মদ (বাচ্চু), কোষাধ্যক্ষ মো. সুমন, দপ্তর সম্পাদক জনাব সিরাজুল ইসলাম, ইউনিয়নের সাবেক সভাপতি জোস মোহাম্মদ, সদস্য মো. ইসমাঈল, মো. শুক্কুর মিয়া এবং নুর মোহাম্মদ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।