সিবিএন:

“জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪” উদযাপন উপলক্ষ্যে কক্সবাজার সদর উপজেলা  পর্যায়ে ৩য় বার ‘শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান’ মনোনীত হয়েছেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ক্য থিং অং । এবং জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠত্ব অর্জনের শীর্ষে রয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠান।

৩০ এপ্রিল ২০২৪ কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল স্বাক্ষরিত নোটিশে এই তথ্য জানানো হয়েছে।

‘শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান’ তালিকায় অন্যান্যদের মধ্যে বিদ্যালয় পর্যায়ে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, মাদরাসা পর্যায়ে কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ রাহমত ছালাম শ্রেষ্ঠ হয়েছেন।

এদিকে কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে কক্সবাজার সিটি কলেজ আবারও শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছেন। যে সব ক্যাটাগরিতে সিটি কলেজ সেরা হয়েছেন-
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (৩য় বার) : অধ্যক্ষ প্রফেসর ক্য থিং অং।

শ্রেষ্ঠ রোভার শিক্ষক (২য় বার): জাহাঙ্গীর আলম – প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ।

চেয়ারম্যান প্রার্থী শাফায়েত আজিজ রাজুকে কেন্দ্রীয় বিএনপির নোটিশ

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (১ম বার): বিকাশ কান্তি দে – প্রভাষক, অর্থনীতি বিভাগ।

শ্রেষ্ঠ রোভার গ্রুপ: কক্সবাজার সিটি কলেজ রোভার গ্রুপ।

শ্রেষ্ঠ রেন্জার শিক্ষক (৩য় বার): মর্জিনা আরা বেগম , প্রভাষক, অর্থনীতি বিভাগ।

শ্রেষ্ঠ রেন্জার গ্রুপ: কক্সবাজার সিটি কলেজ রেন্জার গ্রুপ।

শ্রেষ্ঠ রেন্জার শিক্ষার্থী: নাদীয়া হোসাইন সৌরভী – অনার্স ১ম অর্থনীতি বিভাগ।

কেরাত: (ঘ -বিভাগ) মো: আব্দুল্লাহ – অনার্স ২য় বর্ষ, সমাজবিজ্ঞান বিভাগ

দেশাত্মবোধক গান: (ঘ -বিভাগ) ঐশি বিশ্বাস – বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি -সম্মান ১ম বর্ষ

রবীন্দ্র সংগীত (গ -বিভাগ) আদ্রিতা দাশ – একাদশ বিজ্ঞান

রবীন্দ্র সংগীত (ঘ -বিভাগ) ঐশি বিশ্বাস – বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি -সম্মান ১ম বর্ষ

নজরুল সংগীত (ঘ -বিভাগ) পুষ্পেন দাশ -ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ – অনার্স১ম বর্ষ

উচ্চাঙ্গসংগীত (ঘ -বিভাগ) পুষ্পেন দাশ -ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ – অনার্স১ম বর্ষ

লোক সংগীত (ঘ -বিভাগ) ঐশি বিশ্বাস – বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি -সম্মান ১ম বর্ষ

নির্ধারিত বক্তৃতা (ঘ -বিভাগ) সানজিদুল ইসলাম – অর্থনীতি বিভাগ – সম্মান ৩য় বর্ষ

লোক নৃত্য (গ -বিভাগ) তুফাইয়া ইসলাম – একাদশ

লোক নৃত্য (ঘ -বিভাগ) প্রিয়া দাশ অমি – বাংলা বিভাগ – অনার্স ১ম বর্ষ

তাৎক্ষণিক অভিনয় (ঘ -বিভাগ) নুরুল আমিন – ব্যবস্থাপনা বিভাগ -৩য় বর্ষ।

তাঁদের এ সাফল্যে কক্সবাজার সিটি কলেজ পরিবার গর্বিত ও অভিনন্দন জানিয়েছেন।

আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।