বিনোদন ডেস্ক : এর আগে অ্যাপেক্স ফুটওয়ারের মডেল হয়েছিলেন জান্নাতুল পিয়া ও তাসকিন আহমেদ। আদনান আল রাজীবের ওই বিজ্ঞাপনে এই জুটি বেশ আলোচিত হন। বিজ্ঞাপনের নতুনত্ব তাদের নতুনভাবে পরিচিয় করিয়ে দেয়। ফের এই জুটিকে একসাথে দেখা যাবে।
ইয়ামাহা মোটর সাইকেলের শুভেচ্ছাদূত হিসেবে জান্নাতুল পিয়াকে নির্বাচিত করা হয়। আর আগে থেকেই এ ইয়ামাহার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন জাতীয় ক্রিকেট তারকা তাসকিন আহমেদ। ফলে সম্মিলন ঘটলো দ্বিতীয়বারের মতো।
গতকাল মঙ্গলবার ইয়ামাহা আয়োজিত একটি স্টেজ পারফর্মেন্সে তাসকিনের সঙ্গে অংশ নিয়েছেন জান্নাতুল পিয়া। এই পারফরম্যান্সে পিয়া যেন দুর্ধর্ষ লেডি বাইকার হিসেবে আবির্ভূত হলেন। অন্যদিকে, তাসকিনও শুধু বাইকার নন, নিজেকে ক্রিকেট তারকার বাইরে অনন্য চেহার্য হাজির করেন।
জান্নাতুল পিয়া ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম পেসার তাসকিন আহমেদ সাময়িক জাতীয় দলের একাদশ থেকে বাইরে রয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।