মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। এতে শির্ক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছে। নিহতের নাম মো. ইছা (৪০)। গত ২৩ মে বুধবার দুপুর দেড়টায় মহাসড়কের হাসমতের দোকান এলাকায় কেরানীহাটমুখী যাত্রীবাহী পিকআপকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সড়কের উপর দাঁড়িয়ে কেরানীহাটমুখী একটি যাত্রীবাহী পিকআপ যাত্রী উঠানাম করছিল। এসময় পিছন থেকে সিমেন্ট কোম্পানির (চট্টমেট্রো-শ-১২-১৩০৩) নাম্বারের ট্রাকটি পিকআপকে ধাক্কা দিলে সড়কের পাশে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে পিকআপের যাত্রী লোহাগাড়ার কলাউজনের হিন্দুরহাট এলাকার খলিলুর রহমানের ছেলে মো. ইছা মারা যায়। গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে আহত হন ছদাহা কে কে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার (১৫), আকলিমা আক্তার (১৪), স্বপন দাশ (৪২), হেলপার শাহাব উদ্দিন (১৮) ও আবুল কালাম (৪৫)। আহতদের মধ্যে স্বপনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের দমকল কর্মী ও হাইওয়ে পুলিশ এসে উদ্ধার কাজ চালায়। পুলিশ লাশ উদ্ধার করে এবং গাড়ি দু’টি জব্দ করে থানায় নিয়ে যায়। দোহাজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, হাসমতের দোকানে যাত্রীবাহী পিকআপকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে সড়কের পাশে পিকআপটি উল্টে গিয়ে ইছা নামের ১ ব্যক্তি ঘটনাস্থলে মারা যায়। এতে শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।