শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :

কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারে এক সাবেক হেডম্যানের উপর ফিল্ম স্টাইলে ছুরিকাঘাত ও হামলার অভিযোগ পাওয়া গেছে। সংঘটিত ঘটনায় কেউ আটক হয়নি। আহত ব্যক্তি বর্তমানে চমেকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। আহত হেডম্যান বদরুল আলম (৬৯) ইসলামপুর ইউনিয়নের ভিলেজার পাড়া ৬নং ওয়ার্ডের মৃত আলী মোহাম্মদের পুত্র। আহত বদরুল আলমের পুত্র কলেজ ছাত্র মামুনর রশিদ আলম জানান, গত ৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় ঈদগাহ বাজারে টাইলস ক্রয় করতে যায় তার বাবা। এসময় ইসলামাবাদ ইউনিয়নের টেকপাড়ার রেজা খান নামের জনৈক ব্যক্তির নেতৃত্বে ৩/৪ জন লোক তার বাবাকে ধরে নিয়ে ঈদগাহ ফোম হাউসেরর ২য় তলায় নিয়ে যায়। সেখানে পূর্ব শত্রুতার জের ধরে তাকে উপর্যুপরী ছুরিকাঘাত, হামলা ও হাতুড়ি দিয়ে মারধর করে। পরে রক্তাক্ত অবস্থায় সিএনজি যোগে আহতের বাড়ির পাশর্^বর্তী জুম ব্রীজ এলাকায় ফেলে আসে। পথচারীরা তাকে দেখে দ্রুত উদ্ধার পূর্বক ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ৫ম তলায় ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে রেজা খান জানান, বকেয়া ২ লক্ষ টাকা পরিশোধ না করায় তাকে ধমক দেওয়া হয়েছে। মারধরের বিষয়টি সত্য নয়। ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূঁইয়া জানান, অভিযোগ কিংবা মামলা করলে তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, আহত এ বদরুল আলম ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (অবঃ) মাষ্টার শের আলীর ছোট ভাই ও মমতাজুল উলুম ফরিদিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি।