অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হলো গীতিকার স্যামুয়েল হকের এর প্রথম গ্রন্থ ‘প্রণয়’। জীবন আর জগতের বিদগ্ধ কিছু উচ্চারণ ফুটে উঠেছে গ্রন্থটিতে। মানবিকতার বিকাশ ও বিকারতার কিছু রসায়ন নিয়ে লেখক সৃষ্টি করেছেন ‘প্রণয়’।
সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘জি সিরিজ প্রকাশ’ থেকে বেরিয়েছে গ্রন্থটি। বইয়ের প্রচ্ছদ দৃষ্টিনন্দন এবং অলঙ্করণ করেছেন খাদেমুল জাহান। মোরসালিন আলিফ জিয়নের বর্ণবিন্যাসে ১৩৩ পৃষ্ঠার বইটির বিনিময় মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। গ্রন্থমেলায় বইটির যোগান দিচ্ছে (স্টল নং ৪১৮-৪১৯) ‘বাতিঘর’। অলঙ্করণে শুধু নান্দনিকতা নয়, বইটি মানব বোধকেও জাগ্রত করবে। যেখানে প্রাচীনতম জ্ঞানীদের অমৃতজ্ঞানের সঙ্গে বর্তমানের গভীর সংযোগ রাখা হয়েছে। সৃষ্টির আদি রহস্য নিয়ে মানুষের কৌতূহল চিরকাল। সে সব জিজ্ঞাসা বা রহস্যের সাবলীল উচ্চারণ রয়েছে গ্রন্থে। পাঠকদের সমৃদ্ধ করতেই লেখক স্যামুয়েল -এর প্রথম প্রকাশনা ‘প্রণয়’।
উল্লেখ্য, স্যামুয়েল হকের জনপ্রিয় গান গুলো হলো- ভালবাসিতো, নিদ্রাহীন, মেঘেরা, তোকে ছাড়া প্রাণের দ্বীপ, বঙ্গালে চাঁদ ও চাঁদ জানালা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।