মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি :
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে এক কিষানির মৃত্যু হয়েছে। তাঁর নাম জন্নাত আরা বেগম (৪১)। ৯ জানুয়ারী মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা বড় ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। সে বাঁশখালীর গুনগরি ১নং ওয়ার্ডের মৃত নুর হোসেনের মেয়ে। তারা দীর্ঘদিন ধরে ছনখোলা আশ্রয়ন কেন্দ্রে বসবাস করে আসছে।
নিহতের ছোট ভাই আহমদ কবির জানান, আমার বড় বোন জন্নাত আরা বেগম মঙ্গলবার বিকালে বড় ঘোনায় ক্ষেতে কাজ করছিল। এ সময় বন্য হাতির দল থেকে একটি হাতি ছুড়ে এসে বোনকে শুঁড় দিয়ে আঘাত করে। এতে বড় বোন ঘটনাস্থলেই মারা যায়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেন বলেন, এওচিয়ায় হাতির আক্রমণে এক মহিলা মারা গেছে। তার নিহতের ভাই আহমদ কবির থানায় লিখিত জানিয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।