শাহেদ মিজান, সিবিএন:
বঙ্গোপসাগরের উখিয়ার উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইমামের ডেইল পয়েন্ট থেকে শতাধিক রোহিঙ্গা বহনকারী একটি নৌকা ও মাঝিকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা পৌনে ২টার ওই নৌকা আটক করা হয় । কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুর হক টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মায়ানমার থেকে শতাধিক রোহিঙ্গা নিয়ে জালিয়াপালং ইউনিয়নের ইমামের পয়েন্ট দিয়ে নৌকাটি কুলে ভিড়ার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে নৌকাসহ মাঝিকে আটক করা হয়। ওই নৌকায় করে আসা রোহিঙ্গাদের পুলিশী জিম্মায় রাখায় রাখা হয়েছে।
উখিয়ায় শতাধিক রোহিঙ্গাসহ নৌকা আটক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।