প্রেস বিজ্ঞপ্তি:

“উৎপাদনমুখি সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় কক্সবাজারেও পালিত হয়েছে ৪৬তম জাতীয় সমবায় দিবস। শনিবার সকালে নানা কর্মসূচির মধ্যে দিয়ে এই দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বণার্ঢ্য র‌্যালি ও আলোচনা সভা। জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে পাবলিক লাইব্রেরী শহীদ দৌলত ময়দানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেন- সমবায়ীদের সততা ও নিষ্ঠার সাথে সমবায় আন্দোলন গড়ে তুলে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্যে রাখেন-জেলা সমবায় কর্মকর্তা আবদুল লতিফ, বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক সিরাজুল ইসলাম, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আবু মকছুদ, লবণ চাষী সমিতির নেতা মেহেরুজ্জামান, নাজিরারটেক শুটকী মহাল সমিতির সভাপতি আতিক উদ্দিন কোম্পানী প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা সমবায় অফিসের কর্মকর্তা তপন দাশ ও শাপলা রাণী দে। সভা শেষে সৈকত ঝিনুক শিল্প বহুমুখী সমবায় সমিতি, ঝাউতলা নারী কল্যাণ সমিতি ও কক্সবাজার পাসপোর্ট আবেদন দলিল লেখক সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।