সিবিএন
কক্সবাজার শহরের টার্মিনাল, খুরুশকুল, বড়বাজার এলাকার চিহ্নিত বিভিন্ন মাদকের আস্তানায় শুক্রবার বিকালে মোবাই কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
এ সময় বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ ৪ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। তারা হলো- খুরুশকুলের ৪ নং ওয়ার্ডের মৃত নুরুল আজমের ছেলে মোবাশ্বের আলম (৫২), কুলিয়াপাড়ার মৃত আবুল হোছনের ছেলে মো. সাদ্দাম (২০), কাউয়ার পাড়ার মৃত শামসুল আলমের ছেলে শহিদুল্লাহ (৩৮) এবং বাসটার্মিনাল পশ্চিম লারপাড়ার মৃত নুর হোছনের ছেলে মোঃ জসীম (২৮)। অভিযানকালে বেশ কিছু ইয়াবাও উদ্ধার করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সার্টিফিকের অফিসার মোঃ সাইফুল ইসলাম (জয়) এর নেতৃত্বে মাদকের আস্তানায় অভিযান।

আটক প্রত্যেককে ৪ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সার্টিফিকের অফিসার মোঃ সাইফুল ইসলাম (জয়)।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার এর ইন্সপেক্টর ধননজয় চন্দ্র দেবনাথ, জেলা প্রশাসনের পেশকার মো. জসীমসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।