অনলাইন ডেস্ক :
কক্সবাজার-চট্টগ্রাম অভ্যন্তরীণ রুটে চালু হয়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন ২১শ’ টাকায় কক্সবাজার থেকে চট্টগ্রামে যাওয়ার টিকেট পাওয়া যাবে।
.
বৃহস্পতিবার উদ্বোধনী দিনে মাত্র তিনজন যাত্রী নিয়ে এই রুটের বিমানটি কক্সবাজার ছেড়ে যায়। কোনো ধরনের ঘোষণা ও প্রচারণা না থাকায় যাত্রী কম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতি বৃহস্পতিবার ফ্লাইটি কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা যাবে। আর প্রতি শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পৌছঁবে।

ফ্লাইটটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে জানিয়ে সিদ্ধান্তের ভুলগুলো শুধরানোসহ প্রচারণার মাধ্যমে যাত্রী সংখ্যা বাড়ানোর চেষ্টা চালানোর কথা জানিয়েছেন বিমান কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল ১১টা পাঁচ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে চট্টগ্রামের তিনজন ও ঢাকার ৫৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে উড়াল দেয় ১৬২ সিটের বাংলাদেশ বোয়িং বিমানটি। চট্টগ্রামে আধ-ঘণ্টা বিরতির পর সিট ক্যাপাসিটি পূর্ণ করে আবারও ঢাকার পথে রওনা দেয় এটি।

এ বিষয়ে কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত বলেন, বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের সিদ্ধান্তে এটি চালু হয়েছে।

যাত্রী ও বিমান বুকিং অফিসদের দাবি, ফ্লাইটটি ওয়ান ওয়ে না হয়ে টু-ওয়ে হলে যাত্রী সংখ্যা অনেক বাড়বে।

বিমানেরর নিয়মিত যাত্রী কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল জানান, তার পরিবার চট্টগ্রাম থাকে। তাকে মাসে অন্তত দু’বার চট্টগ্রামে যেতে হয়। এই রুটের বিমান তার মত অনেক যাত্রীর সময় ও ক্লান্তি দূর করবে।

বিমানের এই ফ্লাইট চট্টগ্রাম ও তার আশপাশের পর্যটকদের কক্সবাজার ভ্রমণ সহজসাধ্য করবে বলেও মনে করে তিনি।

চট্টগ্রামে বসবাসকারী কক্সবাজারের বাসিন্দা তাসমিহা চৌধুরী বলেন, বৃহস্পতিবার বিমান চট্টগ্রাম থেকে কক্সবাজারে যেত, তাহলে শুক্রবারে ছুটির দিনে চট্টগ্রামের পর্যটকরা সহজেই কক্সবাজারে যেতে পারতেন। আবার শনিবার যদি বিমান কক্সবাজার থেকে চট্টগ্রাম আসতো, তাহলে ওই পর্যটকেরা আবার ফিরে আসতে পারতেন। এতে এই রুটে যাত্রীর কোনো অভাব হতো না।

তিনি বলেন, এই রুটে বিমানের সিদ্ধান্ত হয়েছে উল্টো। এতে করে তারা যাত্রী সংকটে পড়বে।

একই বিষয়ে বাংলাদেশ বিমানের কক্সবাজার স্টেশন ম্যানেজার মেজবাহ উদ্দিন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রচারণার ব্যাপারে তাদের কোনো নির্দেশনা দেয়নি। ফলে পূর্ব ঘোষণা ছাড়াই নতুন এই রুটে বিমানের ফ্লাইট চালু করা হয়েছে।

বাংলাদেশ বিমানের কক্সবাজার জেলা ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, সর্বনিম্ম ২১শ’ টাকায় কক্সবাজার-চট্টগ্রাম ও চট্টগ্রম-কক্সবাজার রুটে যাতায়াতের সুযোগ মানুষ দারুণ উপভোগ করবেন।

যাত্রীদের অবহিত করতে ফ্লাইট চালুর বিষয়টি স্থানীয় ডিস ক্যাবল, পোস্টার ও ব্যানারের মাধ্যমে হেড অফিসে সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।