এফ এম সুমন পেকুয়া (কক্সবাজার) :

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি সম্মাননা পদক ২০১৭ লাভ করেছেন পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুর রহমান। তিনি ২০১১ সাল থেকে এই কলেজের দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব গ্রহনের পর থেকে সততা নিষ্টা ও দায়িত্ব পালনে অবিচল থাকায় ইতিমধ্যেই তিনি সবার মনে জায়গা করে নিয়েছেন। তিনি যেমন সহজ সরল আবার লেখাপড়া ও আইনশৃংখলার ব্যাপারে তিনি খুবই অটল। তিনি কলেজের পরীক্ষার ফলাফলে দেখিয়েছেন একের পর এক চমক। তিনি কখনো বা অধ্যক্ষের ভুমিকায়, কখনো বা কলেজের শ্রেণী শিক্ষক কখনো বা কলেজের কর্মচারীর ভুমিকায় নিজেকে উপস্থাপন করে চলছেন। তার আচরনে মুগ্ধ হন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিবাবকেরা। তার মতো এরকম একজন মানুষকে শেরে বাংলা ফাউন্ডেশন সম্মননায় ভুষিত করায় খুবই উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে ছাত্রছাত্রী ও তার সহকর্মীদের মাঝে। এ ব্যাপারে ওবায়দুর রহমান বলেন, এঅর্জন আমার একার নয় এঅর্জন আমার ছাত্রছাত্রী, সহকর্মী ও পেকুয়ারবাসীর। আমি তাদেরকে এপুরস্কার উৎসর্গ করলাম। তিনি আরো বলেন, আমি এ কলেজে দায়িত্ব পালনকালে কলেজের প্রতিষ্টাতা সালাহউদ্দিন আহমেদ ও পেকুয়ার আপামর মানুষ আমাকে সহযোগিতা করে যাচ্ছেন যার ফলে আমি তাদের কাছে কৃতজ্ঞ। সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি নিজামুল হক নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা পদক প্রধান করেন। শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি আবদুস সালাম মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। সম্মাননা অনুষ্ঠানে দেশবরেণ্য শিক্ষাবিদ, গবেষক, সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।