জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
চট্টগ্রামের লোহাগাড়ায় কলেজ স্টুডেন্ট শেড এখন চাযের দোকান। লোহাগাড়া সদরেই অবস্থিত আলহাজ¦ মোস্তাফিজুর বিশ^বিদ্যালয় রহমান কলেজ। কলেজ প্রতিষ্ঠা হওয়ার দীর্গদিন পর কলেজ গেইটের পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন চট্টগ্রাম জেলা পরিষদের বরাদ্ধে একটি স্টুডেন্ট শেড তৈরী করেন। কলেজে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা স্টুডন্টে শেড নির্মাণ হওয়ায় খুশিতে ভরপুর ছিলো।
সরেজমিনে দেখা যায়, লোহাগাড়া সদরে অবস্থিত আলহাজ¦ মোস্তাফিজুর রহমান বিশ^বিদ্যালয় কলেজ গেইটের পাশে নির্মিত স্টুডেন্ট শেডটি এখন চায়ের দোকানে পরিণত হয়েছে। স্টুডেন্ট শেডটির পুরো অংশ চায়ের দোকান হওয়াতে কলেজের ছাত্র-ছাত্রীরা বাসের জন্য সড়কের পাশে দাঁড়িয়ে থাকে প্রতিনিয়ত। কলেজের শিক্ষার্থীরা জানান, দাবীর মূখে জেলা পরিষদেও বরাদ্ধে স্টুডেন্ট শেটি নির্মাণ হয়।
কলেজের ¯œাতক দ্বিতীয় বর্ষের এক ছাত্রী বলেন, স্টুডেন্ট শেডটি নির্মাণ হওয়ায় খুবই খুশি হয়েছেন। তবে সেটি এখন চায়ের দোকান। ছাউনিতে কোথাও দাঁড়ানোর জায়গা নেই। একাদশ শ্রেণির মিনহাজ বলে, স্টুডেন্ট শেড যখন চায়ের দোকান সেখানে দাঁড়ানোর চাইতে সড়কের পাশে দাঁড়ানো ভালো।
স্টুডেন্ট শেডের চায়ের দোকানদার কালাম বলেন, কলেজ কর্তৃপক্ষ থেকে মাসিকদেড় হাজার টাকার ভাড়ায় দোকান করার অনুমতি নেন। গত ৪ অক্টোবর চারেয়র দোকানটি খোলেন বলে জানান তিনি।
আলহাজ¦ মেস্তফিজুর রহমান বিশ^বিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেছামুল হক বলেন, স্টুডেন্ট শেডের সামনে গাড়ি রেখে বড়বড় গর্ত সৃষ্টি হওয়াতে এবং স্টুডেন্ট শেডটিতে ছাত্র-ছাত্রীদেও বসার জায়গায় বাহিরের লোকজন রাত্রীযাপন করে অপরিস্কার রাখায় দোকানটি খুলিতে দেওয়া হয়েছে। কলেজে যেহেতু ক্যান্টিনের ব্যবস্থা নেই দোকানটি ছাত্রÑছাত্রীদেরও কাজে লাগবে। তবে স্টুডেন্ট শেডের একপাশে দোকান অন্য পাশে শিক্ষার্থীরা বসার ব্যবস্থা রয়েছে বলে জানান।
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম বলেন, বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহন করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।