উখিয়া থেকে রোহিঙ্গাদের সহায়তাকারী দুই দালালকে আটক করেছে পুলিশ। এসময় ৭৫ জন রোহিঙ্গাকেও আটক করা হয়। সোমবার (২৮ আগস্ট) সকালে থাইংখালী এলাকা থেকে এদের আটক করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মো. কায় কিসলু এ তথ্য জানিয়েছেন।
আটককৃত দুই দালাল হলো, জাকির হোসেন ও আনোয়ার ইসলাম। তারা উখিয়ার থাইংখালী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ৭৫ জন রোহিঙ্গাকেও আটকের পর বালুখালী বিওপির মাধ্যমে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এর আগে সকালে টেকনাফ সীমান্তের ২টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী ১৪১ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। একইভাবে গতকালও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের সময় আটক হওয়া ৬৭ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
উল্লেখ্য, মিয়ানমারে সৃষ্ট সহিংস পরিস্থিতির কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন পয়েন্টে পুলিশী পাহারা জোরদার করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।