এম.মনছুর আলম,চকরিয়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে কক্সবাজার -১(চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ৪ টার দিকে তিনি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ারের কাছে মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, জেলা বিএনপি সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, পেকুয়া উপজেলা বিএনপি সভাপতি বাহাদুর শাহ, চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম মোবারক আলী, পেকুয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু।
এদিকে সালাহ উদ্দিন আহমদ মনোনয়ন ফরম জমা দেওয়ার খবর পেয়ে দুপুর ৩টা থেকে চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত হন।
উপস্থিত নেতাকর্মীরা জানান- চকরিয়া-পেকুয়া আসনে সালাহ উদ্দিন আহমদ সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে এমপি নির্বাচিত হবেন। কারণ বিগত বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী থাকাকালীন এদেশের প্রতিটি জনপদে ব্যাপক উন্নয়ন করেছেন। এখনো পর্যন্ত তার সকল উন্নয়ন দৃশ্যমান রয়েছে। তাই দেশের তরুণ থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার নারী পুরুষ এলাকাকে উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং অবহেলিত জনপদকে উন্নয়নের মাধ্যমে আরো ত্বরান্বিত করতে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম বলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ৫ লক্ষ ৪০ হজার ৪৯০ জন। তৎমধ্যে চকরিয়া উপজেলায় ভোটার রয়েছে ৩ লক্ষ ৯১ হাজার ৭৪০ জন, পেকুয়া উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৭৫০ জন। এ দুই উপজেলায় পুরুষ ভোটার ২ লক্ষ ৯০ হাজার ২৯১ জন, মহিলা ভোটার রয়েছে ২ লক্ষ ৫০ হাজার ১৯৮ জন।
উল্লেখ্য, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ জানিয়ে গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন আগামী ২২ জানুয়ারি। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
