সিবিএন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টির (জিএম কাদের অংশ) নেতৃত্বাধীন অংশ। তবে চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনটি আপাতত খালি রেখেছে দলটি। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী কক্সবাজারের তিনটিসহ সারাদেশের ২৪৩টি আসনে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, মহেশখালী ও কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার-২ আসনে মাহমুদুল করিম, কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে মফিজুর রহমান এবং উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে নুরুল আমিন সিকদার ভুট্টোকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।
উল্লেখ্য, আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত ২০১৪ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে তৎকালীন মহাজোটের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির নেতা মোহাম্মদ ইলিয়াছ। পরবর্তী নির্বাচনগুলোতে দলটি সেখানে প্রার্থী দিলেও এবার এখন পর্যন্ত কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।
এদিকে সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করলেও ভোটের মাঠে সব রাজনৈতিক দলের জন্য ‘সমান সুযোগ নিশ্চিত না হলে’ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি সব সময় জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। জনগণের যে কোনো রায় আমরা অতীতেও মেনে নিয়েছি।
তিনি আরও বলেন, যাচাই-বাছাই শেষে আজ আমরা আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছি। এখনো আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য সমান সুযোগ নিশ্চিত করবেন।
