আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়িঃ
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমঘুম সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর ৩৪ ব্যাটালিয়নের উদ্যোগে গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ২৪ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)–এর ব্যবস্থাপনায় তুমব্রু বিওপি’র দায়িত্বপূর্ণ ৩নং ঘুমধুম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি উপস্থিত থেকে আনুমানিক ৪০০ জন গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করেন। এছাড়া বাইশফাঁড়ি, তুইঙ্গাঝিরি, রেজুআমতলী, গর্জনবুনিয়া ও রেজুপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সর্বমোট ৪০০টি কম্বল, ৫০টি টি-শার্ট, শিশুদের জন্য ১০০টি সোয়েটার ও ১০০টি ফুলহাতা গেঞ্জি এবং ২০টি ফুটবল বিতরণ করা হয়।
এ সময় নির্মাণাধীন তুমব্রু উচ্চ বিদ্যালয়ের জন্য নগদ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান, ৩০ ব্যাগ সিমেন্ট প্রদান করা হয়। পাশাপাশি তিনটি হেফজখানায় ৩০টি কোরআন শরিফ ও ২৮০টি নূরাণী কায়দা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন,
“বিজিবি সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সবসময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে পাশে দাঁড়িয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় বিজিবির এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
৩৪ বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
