দুই পা কেটে কৃষককে হত্যা

প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫ ০১:১৬ , আপডেট: ৭ ডিসেম্বর, ২০২৫ ০১:১৬

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


দুই পা কেটে কৃষককে হত্যা
দুই পা কেটে কৃষককে হত্যা

সিবিএন ডেস্ক

গাজীপুরের কালীগঞ্জে দুই পা কেটে ও কুপিয়ে মনির মোল্লা নামে এক কৃষককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পারাবর্তা এলাকায় বন বিভাগের একটি খোলা জায়গায় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে স্থানীয়রা উলুখোলা ফাঁড়ির পুলিশকে সংবাদ দিলে পুলিশ গিয়ে সুরতহালের পর মৃতদেহ থানায় নিয়ে যায়।

মৃত মনির মোল্লা (৫৫) কালিগঞ্জ থানা এলাকার পারাবর্তা গ্রামের মৃত. হাশেম মোল্লার ছেলে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আশরাফুল ইসলাম বলেন, ধারাল অস্ত্র দিয়ে নিহতের দুই পা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। মৃত ব্যক্তির পক্ষে এখনো কোনো মামলা হয়নি। কাউকে আটক করা হয়নি। জিডির প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।