প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশ কে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে বিনির্মাণে আমরা দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে কাজ চালিয়ে যাচ্ছি। সংস্কার, বিচার ও বিশ্বাসযোগ্য নির্বাচন’ই হলো দেশবাসীর আকাঙ্ক্ষা। কিন্তু দুঃখজনক হলেও সত্য সকল রাজনৈতিক দল সংস্কারের প্রশ্নে দলীয় স্বার্থের উর্ধ্বে যেতে না পারায় আমাদের কে এখনো রাজপথে কর্মসূচি পালন করতে হচ্ছে। এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানাতে হচ্ছে। যথাযথভাবে গণভোটের দাবি উত্থাপন করতে হচ্ছে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশে শত সহস্র শহীদ ও হাজার-হাজার আহত ও পঙ্গুত্ব বরণকারীদের ত্যাগ বৃথা যেতে দিবে না। শহীদের রক্তের বদলা নিতে আমরা দেশকে নতুন করে গড়ে তুলে এদেশের মানুষকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। দুর্নীতি ও দুঃশাসন, টেন্ডারবাজি ও চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়তে চাই। স্বাধীনতার চুয়ান্ন বছর অপেক্ষা করেও এদেশের মানুষকে মানবাধিকার, সামাজিক সুবিচার ও নিরাপত্তা এবং ভোটাধিকার নিয়ে আন্দোলন করতে হচ্ছে। আমরা জনগণের সমর্থনে সরকার পরিচালনার সুযোগ পেলে এই অবস্থার অবসান ঘটিয়ে নতুন কাঠামোতে দেশ পরিচালনা করবো। নতুন প্রজন্ম কে দেশপ্রেম, সততা, নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধে উজ্জ্বীবিত করে গড়ে তুলবো। বেকারত্ব, দারিদ্র্যতা ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সচেষ্ট থাকবো। তিনি সকল শ্রেণি ও পেশার মানুষ কে নিজ নিজ অবস্থান থেকে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান। ২৩ নভেম্বর রাতে শহরের একটি সম্মেলন কক্ষে শহর জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, কক্সবাজার ৩ সংসদীয় আসনের প্রার্থী শহিদুল আলম বাহাদুর, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোছাইন, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরী।
উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমান, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আব্দুর রশীদ, কামরুল হাসান, জাহিদুল ইসলাম নোমানসহ শহরের বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সমাজসেবক ও রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণিপেশার সুধিজন উপস্থিত ছিলেন।
