সিবিএন ডেস্ক
চরমোনাই (মুফতি) সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে কোনো নির্বাচন হলে তা অবৈধ হবে এবং তখন আন্দোলনকারীরা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন। তিনি মঙ্গলবার (আজ) বিকেলে রাজধানীর পল্টন মোড়ে আট রাজনৈতিক দলের সমাবেশে সভাপতির বক্তব্যে এসব মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, আলোচনার মধ্যেই সংকট মেটানোর চেষ্টা করা হয় — কিন্তু সরকার সেই সুযোগ অগ্রাহ্য করেছে এবং রাজনৈতিক চাপের কাছে নতিস্বীকার করেছে। ফলে জনগণের আকাঙ্কাঙ্খা স্তব্ধ হয়ে সরকারের নীতিনির্দেশের বিরুদ্ধে যাচ্ছে। তাই তারা জুলাই সনদের আইনি স্বীকৃতি, গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবে।
আরও পড়ুন
কক্সবাজারের সমুদ্র সন্তান হাসান মুরাদ এখন জাতীয় গর্ব
নাইক্ষ্যংছড়ি সীমান্তে প্রায় ১১ লক্ষ টাকার গরু ও মালামাল জব্দ
তিনি আরও বলেন, “জুলাই সনদ তৈরি হয়েছে এই দেশটাকে সুন্দর করার লক্ষ্যে। জাতীয় নির্বাচনের আগেই ওই সনদকে আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন। যদি জুলাই সনদের ভিত্তি ছাড়া নির্বাচন করা হয়, সেটি হবে অবৈধ।” পীর বলেন, এই দাবির পক্ষে দেশের বিভিন্ন স্তরের মানুষ, বিশেষ করে ছাত্র ও জনতা ঐক্যবদ্ধ আছে।
সমাবেশে চরমোনাই পীর অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন। তিনি জানান, কর্তৃপক্ষ বিদেশ সফরে থাকা অবস্থায় জামায়াত, বিএনপি ও এনসিপি’র মতো বড় তিন দলকে সঙ্গে নিয়ে তা হয়েছে—একে তিনি সন্দেহভাজন হিসেবেই দেখেন।
চরমোনাই পীর কড়া ভাষায় বলেন, যারা ফ্যাসিস্ট চরিত্র ধারণ করে ক্ষমতা রক্ষা করতে চায় তাদের আর পালানোর জায়গা নেই; দুর্নীতি, টেন্ডারবাজি ও টাকা পাচারকারীদের জন্য আল্লাহর নিন্দা কামনা করেন তিনি। তিনি জানান, পরবর্তী কর্মসূচি নিয়ে তারা বাংলার সর্বস্তরের মানুষের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন।
আরও পড়ুন
ভোট হলে তোমাদের অস্তিত্ব থাকবে না, জামায়াতকে মির্জা ফখরুল
আদালত প্রাঙ্গণে আইনজীবী ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর হামলায় বিএনপি কর্মী আহত
রোহিঙ্গা শরণার্থী সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল
কক্সবাজারের সকল খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
