সিবিএন ডেস্ক
নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা আটটি রাজনৈতিক দল। এই দাবিগুলো নিয়ে তারা নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে আগারগাঁও মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে নির্বাচন কমিশন ভবনে যান দলগুলোর নেতাকর্মীরা। পরে তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন।
মিছিল পূর্ব সমাবেশে জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, নভেম্বরের মধ্যেই গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে। সংশোধিত আরপিও দ্রুত কার্যকর করতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই, ফলে জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
অন্য বক্তারাও একই দাবি তুলে ধরে বলেন, ন্যায়সঙ্গত ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আগে রাজনৈতিক সমতা ও গণবিশ্বাস পুনঃস্থাপন জরুরি।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য দলের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নেন এবং “গণভোট চাই”, “সংস্কার চাই”— এমন নানা স্লোগানে বিক্ষোভ করেন।
দলগুলোর দাবি, গণভোট আয়োজন, জুলাই সনদের আইনি বাস্তবায়ন, আরপিও সংশোধন কার্যকর, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন— এই পাঁচটি দাবিই গণতান্ত্রিক নির্বাচনের পূর্বশর্ত।
