সিবিএন ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রমে নীতিগত পরামর্শ ও দিকনির্দেশনা প্রদানের জন্য নতুন উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। মঙ্গলবার (২১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

পাঁচ সদস্যের এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান,
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান,
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এবং
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহায়তা নিতে পারবে। পাশাপাশি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

সরকার জানিয়েছে, এই উপদেষ্টা পরিষদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বিষয়াদিতে নীতি প্রণয়ন, সংস্কার ও বাস্তবায়নে পরামর্শ দিয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।