সিবিএন ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকাগামী মোট ৯টি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করেছে। এর মধ্যে ৮টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এবং একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আগুন লাগার পর থেকেই শাহজালাল বিমানবন্দরের বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। বিকেল ৬টা পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রামে অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে ৬টি আন্তর্জাতিক ও ২টি অভ্যন্তরীণ। ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইট সেখানে অবতরণ করেছে। এছাড়া সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয়।

অন্যদিকে, কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। পাশাপাশি বিমানবাহিনী, নৌবাহিনী ও বেবিচক (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, শনিবার দুপুরে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখানে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য সামগ্রী মজুদ রাখা হতো বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।