সিবিএন ডেস্ক

দেশের ভোটারদের পছন্দের মানচিত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ইনোভিশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে ২০২৫’। জরিপের সর্বশেষ খণ্ডে দেখা গেছে—ছয়টি বিভাগে এগিয়ে বিএনপি, রংপুরে শীর্ষে জামায়াতে ইসলামী এবং বরিশালে এগিয়ে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ।


বিভাগভিত্তিক চিত্র

সোমবার (১৩ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়,

  • ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রামে বিএনপি শীর্ষে।
  • রংপুরে এগিয়ে জামায়াত
  • বরিশালে এগিয়ে আওয়ামী লীগ।
বিভাগ বিএনপি জামায়াত আওয়ামী লীগ
ময়মনসিংহ ৪৫.৭% ২৫.৮% ১৭.৩%
সিলেট ৪৪.৭% ২৯.৬% ১৪%
রাজশাহী ৪৪.৪% ৪০.৯% ৯.২%
খুলনা ৪৩.৩% ৩০.১% ১৮.৩%
ঢাকা ৪০.৮% ২৪.৩% ২৫.৮%
চট্টগ্রাম ৪১.৯% ২৭.৬% ১৭.১%
রংপুর ৩৬.৭% ৪৩.৪% ১২.৫%
বরিশাল ২৮.৭% ২৯.১% ৩১.৯%

সার্বিকভাবে বিএনপি শীর্ষে

দেশজুড়ে ভোটারদের পছন্দের তালিকায় বিএনপি প্রথম, জামায়াত দ্বিতীয়, আওয়ামী লীগ তৃতীয় এবং এনসিপি চতুর্থ।

জরিপ অনুসারে, বিএনপির সমর্থন বিশেষত উত্তর ও দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে রংপুরে জামায়াতের প্রভাব ও বরিশালে আওয়ামী লীগের অবস্থান পাল্টে দিয়েছে বিভাগীয় ভারসাম্য।

জরিপ পদ্ধতি ও অংশগ্রহণ

জরিপটি পরিচালিত হয় ৬৪ জেলার ১০ হাজার ৪১৩ জন ভোটারের মধ্যে।
অংশগ্রহণকারীদের ৬৯.৫% গ্রামীণ এবং ৩০.৫% শহুরে।
পুরুষ ৫৪.২%, নারী ৪৫.৪%, তৃতীয় লিঙ্গ ০.৪%।
বয়সভিত্তিকভাবে ১৮–২৮ বছর বয়সী ভোটার ৩৭.৬%—যা ভোটারদের সবচেয়ে বড় অংশ।

জরিপ প্রকাশ ও আলোচনা

রাজধানীর কারওয়ানবাজারের বিডিবিএল ভবনে সোমবার আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এই ফল প্রকাশ করা হয়।
আলোচনায় অংশ নেন পলিসি অ্যানালিস্ট ও গবেষকরা, উপস্থিত ছিলেন জামায়াতের ড. নকিবুর রহমান, এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ, ড. আসিফ শাহান, ড. অনন্য রায়হান প্রমুখ।
জরিপের উপস্থাপনা করেন ইনোভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ার।

গবেষণায় সহযোগিতা করেছে ব্রেইন এবং ভয়েস ফর রিফর্ম।