সিবিএন ডেস্ক
সাবেক নির্বাচন কমিশনার ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভোটকক্ষে অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের প্রবেশে কোনো বাধা থাকা উচিত নয়। তিনি আরও বলেন, একসঙ্গে কয়জন সাংবাদিক ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন সেই নিয়ন্ত্রণের বিধানও বাতিল হওয়া উচিত।
শনিবার (১১ অক্টোবর) নির্বাচন কমিশন প্রণীত সাংবাদিকদের জন্য নীতিমালা–২০২৫ শীর্ষক পর্যালোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
ড. সাখাওয়াত হোসেন বলেন,নীতিমালায় ছোট ছোট সংস্কার আনা দরকার। অ্যাক্রিডিটেশন দেওয়ার পর ভোটকক্ষে প্রবেশে কোনো বাধা থাকা উচিত নয়। কতক্ষণ থাকবেন, তা নিয়ন্ত্রণ করা ঠিক নয়। তবে গোপন কক্ষে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না।
তিনি উল্লেখ করেন, ভোটকক্ষের জায়গা ছোট হলে অতিরিক্ত সাংবাদিক প্রবেশ করলে সমস্যা হয়, কিন্তু এখন এটি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। প্রকৃত ভোটার ভোট দিচ্ছেন কি না বা কোনো অনিয়ম হচ্ছে কি না—এটাই মূল বিষয়।
ড. সাখাওয়াত হোসেন ইসিকে অনুরোধ করেন, সাংবাদিকদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে আরও উদার ও স্বচ্ছ নীতিমালা তৈরি করতে।
তিনি বলেন, ইসি যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, মিডিয়ার সহায়তা নিতে হবে। মিডিয়াই ইসির চোখ। একটি জাল ভোটও ধরা না গেলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ২০০৮ সালের নির্বাচনেও সাংবাদিকরা নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সহায়ক ছিলেন।
সভা আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্টস সেন্টার (বিজেসি) ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। সভায় উপস্থিত ছিলেন বিএফইউজে, বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
