সিবিএন ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন এলপিআরভুক্ত (অবসরোত্তর ছুটিতে থাকা) কর্মকর্তা রয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) ঢাকার সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
তিনি বলেন,
“যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, তাদের মধ্যে ১৫ জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। আমরা মোট ১৬ জনকে সেনা হেফাজতে আসার নির্দেশ দিয়েছিলাম, তাদের মধ্যে ১৫ জন এসে আত্মসমর্পণ করেছেন।”
সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক সদস্যদের বিরুদ্ধে মামলার বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করছে।
