সিবিএন ডেস্ক

পটিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাজার রায় ঘোষণার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ আলী আজগর (৩২) নামে এক মাদক মামলার আসামির মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিকাল ৩টার দিকে পটিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাররাহুম আহমেদ ২০২১ সালের মাদক মামলায় আলী আজগরকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর আদালত হাজতে নেওয়া হলে সেখানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আদালতের জিআরও মোহাম্মদ ফোরকান আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিপক্ষের আইনজীবীরা জানান, হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইনে ২০২১ সালে ৪০০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় আলী আজগর ছিলেন তিন নম্বর আসামি। ঘটনার দিন তিনি পলাতক থাকলেও সোমবার রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রায়ে সাজা ঘোষণার পর তার জামিনের আবেদন খারিজ হলে আদালত হাজতে নেওয়া হয়। এরপরই তিনি হৃদরোগে আক্রান্ত হন।

এ বিষয়ে আদালতের পেশকার মাহবুব রানা বলেন, “মামলায় মোট তিনজন আসামির মধ্যে আলী আজগরই রায় ঘোষণার সময় হাজির ছিলেন। রায় শুনে আদালত হাজতে যাওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। তবে মামলার পুরো বিবরণ ও তার স্থায়ী ঠিকানা জানা যায়নি, কারণ রায় শেষে আমরা আদালত ত্যাগ করি।”