সিবিএন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শতভাগ আবাসন অথবা আবাসন ভাতা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে উপাচার্য, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক), রেজিস্টারসহ অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ করেন।

রবিবার (১৭ আগস্ট) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভরত শিক্ষার্থীরা ‘হল নাই, ভাতা নাই, প্রশাসনের লজ্জা নাই’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘কোটি টাকার বাজেট পায়, এতো টাকা কোথায় যায়’, ‘আবাসন ভাতা দে, নাইলে গদি ছাইড়া দে’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

শিক্ষার্থীরা প্রশাসনকে পাঁচ দফা দাবি পেশ করেন। সেগুলো হলো—
১. শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে। আজকেই সিন্ডিকেট সভা করে আধুনিক এবং বহুতল হল নির্মাণের সিদ্ধান্ত নিয়ে রূপরেখা প্রকাশ করতে হবে।
২. শতভাগ আবাসন না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের উপযুক্ত আবাসন ভাতা প্রদান করা বাধ্যতামূলক করতে হবে।
৩. সকল হলে অবৈধভাবে অবস্থানকারী ছাত্র-ছাত্রীর তালিকা শনাক্ত করে অনতিবিলম্বে তাদের হলের সিট বাতিল করে তাদের হল প্রস্থান করতে বাধ্য করতে হবে।
৪. হলের আবেদনে এ যাবৎকালে যতবার ১০০ টাকা করে হলের রেজাল্ট নিয়ে প্রহসন হয়েছে যেসব শিক্ষার্থীকে সিট দেওয়া হয়নি, তাদের ১০০ টাকা অনতিবিলম্বে ফেরত দিতে হবে।
৫. মেয়েদের হলে ডাবলিং প্রথা বন্ধ করে ডেকার বেড প্রথা চালু করতে হবে।