আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি ;

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় থানা হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সেকেন্ড অফিসার মো. ইউসুফের সঞ্চালনায় শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ওসি তদন্ত একরামুল্লাহ। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক সভাপতিত্ব করেন।

এ আয়োজনে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা থানার কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা বিষয়ে মুক্তভাবে মতামত প্রদান করেন। উপস্থিত বক্তারা থানার কার্যক্রমকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করার পরামর্শ দেন। একইসঙ্গে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের দৃঢ় পদক্ষেপের প্রশংসা করেন। তারা জনগণের সাথে পুলিশের আস্থা ও সহযোগিতা বৃদ্ধি করার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের আয়োজন নিয়মিত করার দাবি জানান।

সভাপতির বক্তব্যে ওসি মো. মাসরুরুল হক বলেন, “নাইক্ষ্যংছড়ি থানা সর্বদা জনগণের সেবায় নিয়োজিত। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তবে জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে এ দায়িত্ব পালন সম্ভব নয়।” তিনি আরও জানান, থানার দরজা সবসময় সাধারণ মানুষের জন্য খোলা রয়েছে এবং যেকোনো সমস্যা বা অভিযোগে সরাসরি থানায় যোগাযোগ করার আহ্বান জানান।

ওপেন হাউজ ডে উপলক্ষে অতিথি ও সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা একবাক্যে মত দেন যে, এ ধরনের আয়োজন পুলিশ-জনগণের আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে।