নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার খতিবের হাট মোড়ে সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের পর পুলিশের অভিযানে কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী বোরহান উদ্দিন (৪৩)-সহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পরিত্যক্ত এক ভবনের কক্ষে গোপনে পরিচালিত ‘টর্চার সেল’ থেকে বোরহানকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গুলি, টর্চার সেলের সরঞ্জাম, সিসিটিভি ক্যামেরা ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে গুলিবর্ষণ করা হয়, যা মুহূর্তেই এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি করে। এরপর চান্দগাঁও থানা ও সিএমপি উত্তর জোনের দুটি মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।
পরিত্যক্ত ওই ভবনের একাধিক কক্ষে সিসিটিভির আওতায় গোপন টর্চার সেল পরিচালনা করতেন বোরহান। স্থানীয়দের ভাষ্য মতে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস হিসেবে পরিচিত ছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বোরহান দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন বলেন, “ঘটনার পরপরই অভিযান চালিয়ে বোরহানসহ ১০ জনকে আটক করা হয়েছে। পরিত্যক্ত ভবনের কক্ষে গোপন টর্চার সেলের অস্তিত্ব মিলেছে। তদন্ত চলছে, শিগগিরই আরও তথ্য প্রকাশ হবে।”
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত টহল অব্যাহত রেখেছে এবং পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
