সিবিএন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের ১১ দিন পর সন্তোষ নাথ (৩৫) নামে এক অটোরিকশাচালকের হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২০ জুলাই) সকালে উপজেলার লেলাং ইউনিয়নের লাল পুল এলাকার একটি খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ফটিকছড়ি থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত সন্তোষ নাথ লেলাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীমন্ত মহাজনের বাড়ির পরিমল নাথের ছেলে।

স্থানীয়রা জানান, মরদেহটির হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল এবং শরীরে পচন ধরেছিল।

সন্তোষের বাবা পরিমল চন্দ্র নাথ জানান, গত ৯ জুলাই সকালে সন্তোষ ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি আরও জানান, সন্তোষ বিভিন্ন মানুষকে সুদে টাকা ধার দিতেন, সেই টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরেই হয়তো এ ঘটনা ঘটেছে।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।