আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
সভায় ইউএনও বলেন, “সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির বড় চ্যালেঞ্জ হলো চোরাচালান ও মাদক পাচার। এ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা ও প্রস্তুতি নিয়ে কাজ করছে। সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছাড়া এই দুর্যোগ রোধ করা সম্ভব নয়। তাই সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।”
সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন ১১ বিজিবির সহকারী পরিচালক আল-আমিন, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাশরুরুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী শাহ আজীজ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সাংবাদিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ওসি মাশরুরুল হক বলেন, “সীমান্ত এলাকায় পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”
সভায় অংশগ্রহণকারী সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তারা বলেন, “মাদক, সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি করাও এখন সময়ের দাবি।”
