আবুল কাশেম, রামু:

রামুর কুখ্যাত ডাকাত শাহিনের সেকেন্ড ইন কমান্ড মুবিনুল হক রুবেলকে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বুধবার (১৮ জুন) রাত ১১টার দিকে রামুর গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা এলাকায় রুবেলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে রামু থানা পুলিশ। গ্রেফতারকৃত রুবেল মাঝিরকাটা এলাকার নুরুল আলমের ছেলে।

অভিযানের সময় তার কাছ থেকে তিনটি অগ্নেয়াস্ত্র, কার্তুজসহ দেশীয় তৈরি দা ও কিরিচ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মুবিনুল হক রুবেল দীর্ঘদিন ধরে শাহিন ডাকাতের সহযোগী হিসেবে ডাকাতি, গরু পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত ছিলেন।