আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ইউএনও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধ এবং সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতিও তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাশরুরুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী শাহ আজীজ, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলম, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি।
সভায় অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।