চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৫০ কোটি টাকার স্টোর রেন্ট ফাঁকি দিয়ে মূল্যবান যন্ত্রপাতি খালাসের ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের জাল স্বাক্ষর ব্যবহারকারী তৌহিদুল ইসলাম শুভ (৩০) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (১৮ জুন) ঢাকার সোবহানবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
গ্রেপ্তার তৌহিদুল ইসলাম নিজেকে সেনাবাহিনীর ‘মেজর’ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে সামরিক পোশাক, ভুয়া আইডি কার্ড, মেজর পদবির ভিজিটিং কার্ড, ৮টি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড, ব্যাংকের চেক বই এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়।
সিআইডির তথ্য অনুযায়ী, বসুন্ধরা মাল্টিস্টিল কোম্পানি লিমিটেড মিরসরাই ইকোনমিক জোনে কারখানা স্থাপনের জন্য আমদানি করা ১৩৯টি কনটেইনার যথাসময়ে খালাস না করায় চট্টগ্রাম বন্দরে প্রায় ৯২ কোটি টাকার স্টোর রেন্ট বকেয়া হয়। এ অবস্থায় প্রতারক শুভ ও তার সহযোগীরা নৌপরিবহন মন্ত্রণালয়ের জাল স্টোর রেন্ট মওকুফপত্র বানিয়ে পণ্য খালাসের উদ্যোগ নেয়।
পরবর্তীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিষয়টি মন্ত্রণালয়কে জানালে মওকুফপত্রটি জাল বলে নিশ্চিত হয় এবং মামলা দায়ের করা হয়। পরে সিআইডির সাইবার পুলিশ তদন্তে শুভকে শনাক্ত করে গ্রেপ্তার করে।
সিআইডি আরও জানায়, তার বিরুদ্ধে রাজবাড়ী ও রাজশাহীতে প্রতারণার চারটি মামলা রয়েছে, যার মধ্যে একটি মামলায় সাজা ও চারটি গ্রেফতারি পরোয়ানা চলমান।