সিবিএন ডেস্ক ;

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে মোহাম্মদ নাছির নামের এক ডাকাত দলের সদস্যকে অস্ত্রসহ আটক করেছে।

সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোহাম্মদ নাছির বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী ৮ নম্বর ওয়ার্ডের মৃত বশির আহমদের ছেলে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযানকালে তার বাড়ি থেকে এক নলা বন্দুক, দুটি কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়। বর্তমানে তার সঙ্গে জড়িতদের সন্ধানে তদন্ত চলছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, গোপন সূত্রে তথ্য নিয়ে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।