সিবিএন ডেস্ক;
সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে বজ্রমেঘ সৃষ্টি ও বায়ুচাপের তারতম্য দেখা দিয়েছে। এর ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ১৮, ১৯ ও ২০ জুন দেশের আটটি বিভাগে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে অতিভারি বর্ষণ। তবে এ সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
