সিবিএন ডেস্ক:
চট্টগ্রামের মিরসরাইয়ে রূপসী ঝর্ণার কূপে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আসিফ উদ্দিন (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বড়দারোগার হাট এলাকার পূর্বে পাহাড়ি ঝর্ণাটিতে এ দুর্ঘটনা ঘটে।
আসিফ চট্টগ্রামের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির কামাল গেট এলাকার মো. গোলাপের ছেলে। তিনি ইসলামিয়া ডিগ্রি কলেজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বন্ধু মেহেদী হাসান জানান, পাঁচ বন্ধু মিলে রূপসী ঝর্ণায় ঘুরতে গিয়েছিলেন। বেলা ১১টার দিকে পৌঁছে কিছুক্ষণ আনন্দ করার পর সবাই মিলে ঝর্ণার একটি কূপে গোসলে নামেন। এ সময় সাঁতার না জানায় আসিফ পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে তারা ৯৯৯-এ কল দেন। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহিদুল হোসেন আরমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।