সিবিএন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হেডপাড়া এলাকায় কালু মাঝির বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে।

স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক আকবর বাহাদুর জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সব কিছুই ভস্মীভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্তরা হলেন—মিনার বেগম, মরিয়ম বেগম, আবুল কালাম বাবুল, নুরুল আলম, রেহানা বেগম, মনির উদ্দিন, নুর মোহাম্মদ, রোজিনা বেগম, রহিমা বেগম, মো. শাকিল, নুরুল ও কহিনুর।

এই ১১টি পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। তারা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত না হলেও, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।