সিবিএন ডেস্ক
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরুর হাটে মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে ওসমান গণি ওরফে বাচা মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (৬ জুন) বিকেলে রাঙ্গুনিয়া থানাধীন গোডাউন ঘর গরুর হাটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ঘাতক জামাতা মো. হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত বাচা মিয়া রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের ২নং ওয়ার্ড রাজাপাড়া এলাকার লাল মিয়ার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কবির মৃধা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কোরবানির হাটে বিক্রির জন্য নিজের তিনটি গরু নিয়ে বাজারে এসেছিলেন বাচা মিয়া। এর মধ্যে দুটি গরু বিক্রি করলেও একটি গরু বিক্রির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় হঠাৎ করেই তার জামাতা মো. হোসেন বাজারে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে একাধিকবার কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর স্থানীয় লোকজন তাকে আটক করে। খবর পেয়ে সেনাবাহিনী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহতের মেয়ে রিনা আক্তার (২২) জানান, ২০১৯ সালে পারিবারিকভাবে মো. হোসেনের সঙ্গে বিয়ে হয় রিনার। সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন হোসেন। নির্যাতন সহ্য করতে না পেরে গত বছরের ২০ সেপ্টেম্বরের রিনা বাবার বাড়ি চলে আসেন। এরপর জীবিকার তাগিদে গত ৯ এপ্রিল থেকে গার্মেন্টসে চাকুরি নেন তিনি। কোরবানির ঈদের ছুটিতে বেতন-ভাতা হাতে পেয়ে ঈদ করার জন্য বাড়ি আসার পথে শোনেন তার স্বামীর হাতে খুন হয়েছেন তার বাবা।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কবির মৃধা বলেন, খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।