নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
লোহাগাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল্লাহ ওরফে আব্দুন নুর (৪৭)–কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি এবং ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
শুক্রবার (৩০ মে) দিনগত রাত সাড়ে ১১টার দিকে লোহাগাড়ার আমিরাবাদ বার আউলিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে নির্মাণাধীন কপিলের ফার্মসংলগ্ন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল্লাহ ওরফে আব্দুন নুর চট্টগ্রামের বোয়ালখালী থানার শাকপুরা ইউনিয়নের টেক্সনগর চর খিজিরপুর এলাকার বহর তালুকদার বাড়ির মৃত আবুল হাশেমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আমিরাবাদ এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ডাকাত দলের সর্দারকে আটক করা গেলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সদস্যরা অস্ত্র ও সরঞ্জাম ফেলে পালিয়ে যায়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে অস্ত্রসহ গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় তিনটি ডাকাতি মামলাসহ দেশের বিভিন্ন থানায় মোট ৩১টি মামলা রয়েছে।”
গ্রেফতারের পর শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।