প্রেস বিজ্ঞপ্তি:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টেকনাফ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে এই আয়োজন করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিল কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, যা পরিচালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফেজ ক্বারী আব্দুর রহমান। সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মেম্বার এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন, “দেশ প্রেমিক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শী বিদেশ নীতির ফলেই মিয়ানমার সরকার সকল শরনার্থীকে ফেরত নিতে বাধ্য হয়েছিল। শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা ছাড়া এদেশের ইতিহাস অন্যরকম হতো। তার নেতৃত্বেই ‘তলা বিহীন ঝুড়ি’ খ্যাত দেশকে আত্মনির্ভরশীল করা সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “বর্তমানে সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। আমাদের দাবি, দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্য দেন—
টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবলু,
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আলী (ভারপ্রাপ্ত চেয়ারম্যান),
পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফেজ এনামুল হাসান,
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল্লাহ, শাহ আলম,
প্রবাসী নেতা হাজী শামসুল আলম,
পৌর বিএনপির সহ-সভাপতি হাজী ছৈয়দ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, যুগ্ম সম্পাদক ফরহাদ আমিন,
দপ্তর সম্পাদক নুরুল আলম দস্তগীর,
সদর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাহের,
যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ওয়ার্ড বিএনপিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদর ওলামা দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
