মো. আরকান, পেকুয়া:
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী কক্সবাজারের পেকুয়ায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) উপজেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে পেকুয়া জমিদার বাড়ি জামে মসজিদে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে স্থানীয় একটি ক্লাবে গরিব, দুঃস্থ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. বাহাদুর শাহ। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক এম. শাহ নেওয়াজ আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজিবুল হক চৌধুরী, যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহছান উল্লাহ, ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম. ফরহাদ হোছাইনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তব্যে এম. বাহাদুর শাহ বলেন, শহীদ জিয়াউর রহমানের সাহসিকতা, দেশপ্রেম ও নেতৃত্বের কারণেই বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পথে অগ্রসর হয়েছিল। তাঁর আদর্শ ও কর্ম আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।
তিনি দলের সকল নেতাকর্মীকে জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
