সিবিএন ডেস্ক:

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর দাবিতে আবারও নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন তার সমর্থকরা।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে বিএনপি নেতাকর্মীদের নগর ভবনের সামনে স্লোগান দিতে ও অবস্থান নিতে দেখা যায়।

দিনের শুরুতেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে উপস্থিতি কিছুটা কম থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীর সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। তারা জানান, যতক্ষণ না ইশরাককে শপথ পাঠ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন।

আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের রায় সত্ত্বেও সরকার শপথ কার্যক্রমে টালবাহানা করছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে তারা বলেন, তাঁর কারণেই ইশরাকের শপথে বাধা তৈরি হয়েছে।

চলতি মাসের ১৪ তারিখে শুরু হওয়া এ আন্দোলনের অংশ হিসেবে আগেও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। পরে কাকরাইল এলাকায় সড়ক অবরোধ করেও কর্মসূচি চালানো হয়। ৪৮ ঘণ্টার বিরতির পর আবারও এই কর্মসূচি শুরু হলো।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। ফলাফলে অনিয়মের অভিযোগ এনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন মামলা দায়ের করেন। ২০২৪ সালের ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল রায়ে তাপসের নির্বাচন বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে মেয়র হিসেবে ঘোষণা দেয়।

তবে এখনো শপথ না হওয়ায় বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। সমর্থকদের দাবি, দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।