নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শ্রী লক্ষীপদ পাল (৪০)–কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (২৮ মে) রাত ৭টার দিকে লোহাগাড়ার চরম্বা ধোয়াপাড়া এলাকায় তার শ্বশুর দুলাল দাশের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লক্ষীপদ পাল কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ৫ নম্বর ওয়ার্ডের পালপাড়া গ্রামের মৃত দুঃখ পালের ছেলে।
পুলিশ জানায়, ২০১৯ সালে চট্টগ্রামের চন্দনাইশ থানায় লক্ষীপদ পালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেফতারের পর তিনি কিছুদিন কারাভোগ করে জামিনে মুক্ত হন। এরপর তিনি আর আদালতে হাজির হননি। দীর্ঘ সময় পলাতক থাকার পর ২০২৪ সালের ৩০ মে আদালত তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেন।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার মো. জাহেদ হোসেন বলেন, “গ্রেফতারি পরোয়ানা থানায় পৌঁছালে পুলিশের একটি দল বুধবার সন্ধ্যায় চরম্বা ধোয়াপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।”
