মো. আরকান, পেকুয়া:
“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়া উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (২৮ মে) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজিবুর রহমান।
পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. মো. মুজিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.এইচ.এম. বদিউল আলম। স্বাগত বক্তব্য রাখেন ইউনিসেফের নিউট্রিশন কনসালটেন্ট শাহ আলম।
স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. কাওসারের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. তাহমিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সাইফুল্লাহ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
বক্তারা বলেন, পুষ্টিকর খাদ্য গ্রহণের মাধ্যমে বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব, পাশাপাশি শিশুর মানসিক ও শারীরিক বিকাশেও পুষ্টির ভূমিকা অপরিসীম।
চেয়ারম্যান এ.এইচ.এম. বদিউল আলম বলেন, “আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তাই তাদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে পরিবার ও সমাজের সকল স্তরে।”
ডা. মুজিবুর রহমান বলেন, “পুষ্টি শুধু স্বাস্থ্য নয়, উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। পুষ্টি সচেতনতা বাড়াতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি সবাইকে একসাথে কাজ করতে হবে।”
পুষ্টি সপ্তাহ উপলক্ষে ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত পেকুয়ায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে মাতৃত্বকালীন ও শিশু পুষ্টি সংক্রান্ত কাউন্সেলিং, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুষ্টি মেলা, পুষ্টি অলিম্পিয়াড, এবং প্রবীণদের জন্য পুষ্টি বিষয়ক আলোচনা সভা।
উল্লেখ্য, জাতীয়ভাবে পালিত এই সপ্তাহের উদ্দেশ্য জনগণের খাদ্যাভ্যাসে পুষ্টির গুরুত্ব তুলে ধরা এবং সর্বস্তরে সচেতনতা তৈরি করা।
