সিবিএন ডেস্ক
তরুণরাই বদলে দিতে পারে আগামীর বাংলাদেশ—এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, লাখো তরুণের স্বপ্নের বাংলাদেশ গড়তে তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করছে বিএনপি।
বুধবার (২৮ মে) রাজধানীর নয়া পল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশে’ ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, “দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ।”
তিনি আরও বলেন, “আর কথার রাজনীতি নয়, আগামী দিনের রাজনীতি হবে নিরাপদ কর্মপরিবেশ ও কর্মসংস্থান সৃষ্টির। এটি বাস্তবায়ন ও দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি হবে।”
নারী ও কৃষকদের জন্য কর্মপরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে পরিবারের নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। কৃষকদের জন্য ফারমার্স কার্ড প্রদানকে দলের প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেন তিনি।
বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তারেক রহমান বলেন, “জনগণের বিশ্বাস যেন নষ্ট না হয়, সে জন্য দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। কেউ ক্ষমতায় থাকতে চাইলে পদত্যাগ করে জনগণের কাতারে এসে নির্বাচনে অংশ নিন।”
এ সময় তিনি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানান।
